কবিতার আসরের নিয়মাবলীর 'ঘ' অনুচ্ছেদে মন্তব্য প্রকাশ বিষয়ক নতুন নীতিমালা সংযোজন করা হয়েছে। সকলের অবগতির জন্য তা নিচে উল্লেখ করা হল।
ঘ) মন্তব্য প্রকাশে প্রযোজ্য
৬) সদস্য ছাড়া অন্য কেউ কোন কবিতা বা লেখায় মন্তব্য করলে তা সরাসরি প্রকাশ করা হয় না। আপনার কবিতা/লেখায় এমন মন্তব্য এলে তার নিচে "প্রকাশ করুন" নামের লিঙ্কে ক্লিক করে তা প্রকাশ করতে পারবেন আপনি। তবে মন্তব্যটি যদি কবিতা/লেখার উপর না হয় এবং বিতর্কমূলক কিংবা অপ্রাসঙ্গিক কোন বিষয়ে হয়ে থাকে, তবে মন্তব্যের নিচের "মুছে ফেলুন" লিঙ্কে ক্লিক করে তা মুছে ফেলতে হবে। তা না হলে মন্তব্যকে কেন্দ্র করে যদি কোন বিতর্ক কিংবা অনাকাঙ্ক্ষিত পরিবেশ তৈরি হয় তবে তার দায়ভার মন্তব্য প্রকাশকারীর উপরও বর্তাবে।