এখন থেকে আসরের কোন কবি চাইলে তার পাতায় প্রোফাইল ছবি যোগ করতে পারবে। প্রোফাইল ছবি যোগ করতে চাইলে নিচের নির্দেশিকা অনুসরন করুন।
১) লগইন করার পর সদস্যের মেনু (যা যেকোন পাতার মাঝখানের কলামের উপর দিকে দেখায়) হতে 'প্রোফাইল সম্পাদনা করুন' লিঙ্কে ক্লিক করুন।
২) প্রোফাইল সম্পাদনার পাতার নিচের দিকে নতুন একটি অংশ দেখবেন 'প্রোফাইল ছবি' নামে।
৩) সেখানে আপনার যেকোন JPEG, PNG বা GIF ফরম্যাটের ছবি দিয়ে 'আপলোড করুন' বাটনে ক্লিক করলেই ছবিটি আপলোড হয়ে যাবে এবং আপনার পাতায় তা দেখাবে। (ছবির সাইজ ১০০ কিলোবাইট থেকে ছোট হতে হবে।)
৪) পরবর্তীতে চাইলে আপনি প্রোফাইল সম্পাদনার পাতায় গিয়ে আবার ছবিটি মুছে ফেলতে পারবেন।
বি.দ্র. - কেউ তার পাতায় আপত্তিজনক যেকোন ছবি প্রকাশ করলে তার পুরো একাউন্ট ব্যান করে দেয়া হবে। কারও পাতায় আপত্তিজনক কোন ছবি আপনাদের চোখে পড়লে দয়া করে যোগাযোগ পাতা থেকে আমাদের তা জানাবেন।