এতোদিন সদস্যদের প্রিয়ের তালিকায় রাখার ব্যবস্থা ছিলো আসরে। এখন থেকে আপনি চাইলে কোনো সদস্যকে ব্লকও করতে পারবেন। যেহেতু এই আসরে নানা মতের নানা মানুষের বিচরণ রয়েছে, সবার সাথে আপনার সুসম্পর্ক বজায় নাও থাকতে পারে। দেখা গেলো আপনার প্রতি বৈরি মনোভাবাপন্ন কেউ হয়তো নিয়মিত আপনাকে কটাক্ষ করে আপনারই কবিতা বা অন্য কোনো লেখায় মন্তব্য করে চলেছেন। অথচ সেগুলো সরাসরি আসরের কোনো নিয়ম ভঙ্গ করছে না বলে সদস্যের প্রতি শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার জন্য অভিযোগও জানাতে পারছেন না। এক্ষেত্রে এখন থেকে চাইলে আপনি সদস্যটিকে ব্লক করে দিতে পারবেন। ব্লক করা সদস্যেরা আপনার কোনো কবিতা বা লেখায় মন্তব্য করতে পারবে না।
কোনো সদস্যকে ব্লক করতে চাইলে সদস্যের পাতায় গিয়ে ডানপাশের কলামে দেয়া 'সদস্যকে ব্লক করুন' বাটনে ক্লিক করতে হবে। ব্লক করার পর চাইলে একইভাবে তাকে আনব্লকও করতে পারবেন। এছাড়া আপনি যাদের ব্লক করেছেন, তাদের তালিকা আপনার পাতার ডানপাশের কলামে দেখাবে। বিস্তারিত তালিকা দেখতে চাইলে ওপরের 'সদস্য' মেনু থেকে 'ব্লক করা সদস্যের তালিকা' লিঙ্কে ক্লিক করতে হবে।