শুরুতেই সবাইকে নতুন বছরের শুভেচ্ছা!

২০২৫ সালের আগমন উপলক্ষে আমরা এই ওয়েবসাইটে গুগল বা তৃতীয় পক্ষের বিজ্ঞাপন দেখানোর বিষয়ে কিছু পরিবর্তন এনেছি। সাইটের ব্যয় নির্বাহের জন্য বিজ্ঞাপন যেমন প্রয়োজন, তেমনই এটাও মানতে হবে যে অনেক ক্ষেত্রে এসব বিজ্ঞাপন বেশ বিরক্তিকর। তাই সব দিক বিবেচনা করে আমরা আপাতত বিশেষ কিছু সদস্যের জন্য বিজ্ঞাপন বন্ধ করার ফিচার যোগ করেছি। যারা এই সুবিধা পাবেন:

১। সাইটের এডমিন, এডিটর ও মোডারেটরগণ।
২। এছাড়া ১ বছরের ওপর এই ওয়েবসাইটে আছেন এবং ইতিমধ্যে ১০০-টির বেশি লেখা এখানে প্রকাশ করেছেন এমন যেকোনো সদস্য।

এই ওয়েবসাইটে তাদের অবদানের প্রতি সম্মান জানিয়ে এই ব্যবস্থা যোগ করা হয়েছে। তারা প্রোফাইল সম্পাদনার পাতায় গেলে একেবারে নিচের দিকে 'বিজ্ঞাপন দেখাবে' নামক একটি চেকবক্স দেখবেন। এই বক্সটি সিলেক্ট করা থাকলে তাদের বিজ্ঞাপন দেখানো হবে, আর ডিসিলেক্ট করে দিলে লগইন থাকা অবস্থায় আর কোনো বিজ্ঞাপন দেখাবে না। দায়িত্বপ্রাপ্ত (এডমিন, এডিটর ও মোডারেটর) সদস্যদের ক্ষেত্রে শুরু থেকেই এই চেকবক্সটি ডিসিলেক্ট করে রাখা হয়েছে। অর্থাৎ, তারা না চাওয়া পর্যন্ত তাদের কোনো বিজ্ঞাপন আর দেখানো হচ্ছে না। আর শতাধিক লেখা প্রকাশকারী বাকি যারা ১ বছরের ওপর এই সাইটে আছেন, তারাও সম্পাদনার পাতায় গিয়ে বিজ্ঞাপন বন্ধ করে দিতে পারবেন। এবিষয়ে কোনো প্রশ্ন বা মতামত থাকলে আমাদের মন্তব্যের মাধ্যমে এখানে জানাতে পারেন। ধন্যবাদ!