আমাদের ওয়েবসাইটে নতুন সংযোজিত হল জন্মদিন ও মৃত্যু দিবস অনুযায়ী খ্যাতিমান কবি ও সদস্যদের তালিকা দেখানোর ব্যবস্থা। আজ যাদের জন্মদিন (অথবা মৃত্যু দিবস) তাদের ছবি ও নাম দেখাবে এখন থেকে প্রথম পাতার ডানপাশের কলামে। পাশাপাশি খ্যাতিমানদের পাতায় শুধু খ্যাতিমান কবিদের দেখানো হবে, এবং আসরের পাতায় দেখানো হবে আসরের সদস্যদের তালিকা।
আপনারা যারা আপনাদের জন্মদিনেও নিজের নাম ও ছবি দেখতে চান আসরের পাতায়, তারা দয়া করে প্রোফাইল সম্পাদনার পাতায় গিয়ে জন্ম তারিখটি যোগ করে দিন। জন্ম তারিখ দেয়ার ঘরের নিচেই দেখবেন প্রোফাইলে জন্ম তারিখ দেখানোর কিছু অপশন দেয়া আছে। সেখান থেকে "প্রোফাইলে পুরো জন্ম তারিখ দেখাবে" অথবা "সাল বাদে শুধু মাস ও তারিখ দেখাবে" সিলেক্ট করতে হবে। যারা "প্রোফাইলে জন্মতারিখ দেখাবে না" সিলেক্ট করবেন, তাদের জন্ম তারিখ এলেও তা কাউকে দেখানো হবে না।
জন্মদিনের তালিকায় যাদের নাম দেখাবে, তাদের কবিতা পড়ুন ও মন্তব্যের মাধ্যমে সৌজন্য প্রকাশ করুন যথাসম্ভব। ধন্যবাদ!