আসরে অনেক দিন যাবতই লক্ষ্য করছি যে কেউ কেউ কবিতা না পড়েই একই মন্তব্য কপি-পেস্ট করে একাধিক কবিতায় পোস্ট করতে থাকেন। এর একটা কারণ সম্ভবতঃ সেরা মন্তব্যকারীদের তালিকায় নিজের নাম ধরে রাখার চেষ্টা। বিষয়টি অনাকাংক্ষিত। তাই আমাদের ওয়েবসাইটে সম্প্রতি নতুন ব্যবস্থা যোগ করা হয়েছে যেন কেউ একই বক্তব্য কপি-পেস্ট করে অন্যান্যদের কবিতায় একাধিক মন্তব্য করতে না পারে। এতে করে কেউ চাইলেও হুবহু একই বক্তব্য দিয়ে একাধিক মন্তব্য করতে পারবে না। এছাড়াও মন্তব্যের প্যাটার্ন মন্তব্যকারীর সাম্প্রতিক অন্যান্য মন্তব্যের সাথে মিলিয়ে দেখা হবে, এবং বারবার একই টাইপের মন্তব্য পোস্ট করার চেষ্টা চালিয়ে গেলে তার মন্তব্য করার ক্ষমতা স্বয়ংক্রিয়ভাবে একদিনের জন্য ব্যান হয়ে যাবে।
কবিতাটি ৩৩৩১ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়: ২৪/০৪/২০১৪, ১৭:০১ মি: