অনেকেই নানাজনের কবিতা বা আলোচনায় মন্তব্যের মাধ্যমে নিজের লেখা পড়ার আমন্ত্রণ জানাচ্ছেন। এটা বেশ দৃষ্টিকটূ। তাই এই ওয়েবসাইটের সকলকেই অনুরোধ করছি যে এখন থেকে অন্যের লেখায় মন্তব্য করার সময় নিজের লেখা পড়ার আমন্ত্রণ জানাবেন না কাউকে। নিজে বেশি বেশি অন্যের লেখা পড়ুন, আন্তরিকভাবে তাদের লেখায় মন্তব্য করুন, তাহলে এমনিতেই আপনার লেখার পাঠক ও মন্তব্যকারীর সংখ্যাও বাড়বে। এজন্য আলাদাভাবে কাউকে ধরে এনে লেখাটি পড়াতে হবে না।
ধন্যবাদ।