ইতিপূর্বে অন্যান্য ওয়েবসাইটে প্রকাশিত অন্যের লেখা আলোচনা সভায় নিজের নামে হুবহু কপি করে দেয়ায় সম্প্রতি মঞ্জুর হোসেন মৃদুলের ৪টি লেখা ব্যান করা হয়েছে। লেখাগুলোর শিরোনাম ও মূল লেখার লিঙ্ক নিচে দেয়া হলোঃ
১) কবি সুকুমার রায়
http://ganashakti.com/bengali/features_details.php?featuresid=894
২) সেই অবিশ্বাস্য বার্তা
http://www.bd-pratidin.com/2014/05/08/4440
৩) কবির জীবনে জাপানি নারী
http://www.bd-pratidin.com/2014/05/08/4444
৪) কবির রঙ্গ
http://www.amarboi.com/2011/05/some-anecdotes-of-rabindranath-tagore.html
অন্যের লেখা নিজের নামে প্রকাশ করা অত্যন্ত গর্হিত একটি কাজ। তাই মঞ্জুর হোসেন মৃদুল আপনাকে বলছি, এধরণের কাজের জন্য আপনার আত্মপক্ষ সমর্থন করে কোন ব্যাখ্যা থাকলে তা এখানে মন্তব্যের আকারে দিবেন। এছাড়া আলোচনায় বা আসরে প্রকাশিত অন্যের কপি করা আরও লেখা যদি থেকে থাকে, তা আগামী ৩ দিনের মধ্যে মুছে ফেলার অনুরোধ করছি। ৩ দিন পর যদি আর একটি লেখাও পাওয়া যায় অন্যের লেখার কপি, তাহলে আপনার পুরো একাউন্ট ব্যান করে দেয়া হবে।
পাশাপাশি আর যারা অন্যের লেখা কপি করে আমাদের ওয়েবসাইটে প্রকাশ করছেন, তাদেরও আগামি ৩ দিনের মধ্যে সব লেখা মুছে ফেলার অনুরোধ করছি। আগামী ২৭শে জুনের পর থেকে আলোচনা সভা বা কবিতার আসরে অন্যের লেখার হুবহু কপি খুঁজে পেলে তা ব্যান করার পাশাপাশি এরকম একাধিক লেখার জন্য সদস্যের পুরো একাউন্ট ব্যান করে দেয়া হবে।
আপনার মৌলিক লেখায় আপনি কথা প্রসঙ্গে অন্যের লেখার কিছু অংশ উদ্ধৃত করতে পারেন। তবে তা আপনার মৌলিক বক্তব্য থেকে আকারে বড় হতে পারবে না। এবং উদ্ধৃত লেখার উৎস উল্লেখ করতে হবে লেখার নিচে।