সদস্য একাউন্ট ব্যান করা হলMember Account Banned 2
কিছুদিন আগে অঙ্কুর মজুমদার ও শরিফুল ইসলাম তুহিন নামক দুই সদস্যের সদস্যপদ বাতিল করা হয়েছিলো চুরি করে অন্যের লেখা নিজের নামে আমাদের আসরে প্রকাশ করায়। সম্প্রতি লক্ষ্য করা গেছে যে নতুন একাধিক আইডিতে তারা আসরে সক্রিয়। সাধারণত: একবার কাউকে আসর থেকে ব্যান করা হলে শুধু তার একাউন্ট নয়, ব্যক্তিটিকেই আসর থেকে ব্যান করা হয়। তাই পরবর্তীতে নতুন কোন আইডিতেও তার উপস্থিতি আসরে গ্রহণযোগ্য নয়, যদি না এডমিনের সাথে যোগাযোগ করে একই অপরাধের পুনরাবৃত্তি করবে না জানিয়ে বিশেষ অনুমতি না নিয়ে থাকে। তাই এই দু'জনের চার আইডি পুনরায় আসর থেকে ব্যান করা হল। পরবর্তীতে এই দু'জন ব্যক্তি, কিংবা আসর থেকে ব্যানকৃত অন্য কাউকে নতুন আইডি নিয়ে আসরে সক্রিয় হতে দেখলে দয়া করে আমাদের ইমেইলের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ।
বিজ্ঞপ্তিটি ১৭৪৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়: ২৭/০৮/২০১৬, ১৬:২৯ মি: