সাদাত হোসাইনের কবিতা "বৃষ্টি এলে" নিজের নামে আমাদের আসরে প্রকাশ করায়, এবং কবিতা চুরির উপর উপযুক্ত প্রমান পাওয়ায় আমাদের কবিতার আসর থেকে "থট্-লেস আরিফ খান" নামক সদস্যের একাউন্টটি ব্যান করা হলো।
আসরে শুধুমাত্র নিজের স্বরচিত কবিতা প্রকাশ করতে হবে। অন্য কারও কবিতা সেই কবির নামেও প্রকাশ করা যাবে না। তেমন কোন ঘটনা আমাদের নজরে এলে সদস্যের পুরো একাউন্ট ব্যান করে দেয়া হবে বিনা নোটিসে।