অনেকেই কবিদের আড্ডায় তাদের কবিতা প্রকাশ করছে। অথচ আড্ডায় কবিতার বাইরের অন্যান্য প্রাসঙ্গিক বিষয় স্থান পাওয়ার কথা। এখন থেকে কবিতার আসরে কবিতার বাইরের অন্য কোন লেখা কিংবা কবিদের আড্ডায় শুধুমাত্র কবিতা লিখে প্রকাশ করা হলে খুঁজে পাওয়া মাত্র তা ব্যান করা হবে।
এব্যপারে আমরা বাংলা-কবিতার সব কবিদের সহযোগিতা কামনা করছি। আসর বা আড্ডা যেকোন বিভাগে অপ্রাসঙ্গিক লেখা পেলে অভিযোগের মাধ্যমে আমাদের তা জানাবেন।
এছাড়াও নতুন আড্ডা বিভাগ যোগ করার জন্য আমাদের ওয়েবসাইটের কোডিং-এ বড় মাপের পরিবর্তন আনা হয়েছে। এই পরিবর্তনে ওয়েবসাইটের ব্যবহারপ্রক্রিয়ায় যদি কেউ কোন ত্রুটি খুঁজে পান, তবে আমাদের তা ইমেইলের মাধ্যমে জানাবেন। যতো দ্রুত সম্ভব আমরা সেই ত্রুটি সংশোধনের চেষ্টা করবো। ইতিমধ্যেই আমরা বেশ কয়েকজনের কাছ থেকে এরকম ইমেইল পেয়েছি, এবং ত্রুটিগুলো সংশোধনের কাজ চলছে।
ধন্যবাদ।