বাংলা-কবিতার আসরের সদস্য ও কাব্যচর্চায় অনুরাগী নতুন প্রজন্মের পাশাপাশি বিদগ্ধ কবিদের পারস্পরিক পরিচিতি ও মেলবন্ধনের লক্ষ্যে বাংলা-কবিতা ডটকম-এর পক্ষ থেকে আগামী ২০ ফেব্রুয়ারি ২০১৮ (মঙ্গলবার) সকাল ১০:৩০ ঘটিকায় বাংলাদেশ জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে "কবি সম্মিলন ২০১৮"-এর আয়োজন করা হচ্ছে। কবিতার এই আসরের সদস্য হিসেবে আপনার উপস্থিতি সেখানে একান্ত কাম্য।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গীতিকবি ও কবি মোহাম্মদ রফিকউজ্জামান। এছাড়াও আমন্ত্রিত অতিথিদের তালিকায় আছেন কবি হাবিবুল্লাহ সিরাজী, কবি অসীম সাহা, কবি জাহিদুল হক, কবি আবিদ আনোয়ার, কবি রেজাউদ্দিন স্টালিন, সাহিত্যিক আনিসুল হক, প্রকাশক ফরিদ আহমেদ প্রমুখ। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন এডমিন আশফাকুর রহমান পল্লব-এর বাবা মুহঃ সিদ্দিকুর রহমান


সদস্যদের যারা এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে ইচ্ছুক, যোগাযোগ পাতা হতে (অথবা সরাসরি admin@bangla-kobita.com ইমেইলে) আপনার নাম, ফোন নাম্বার ও ইমেইল এড্রেস জানিয়ে আমাদের বার্তা প্রেরণ করুন। বার্তায় অবশ্যই "কবি সম্মিলন ২০১৮" উল্লেখ করবেন। অনুষ্ঠানের পূর্বেই নাম, ফোন নাম্বার ও ইমেইল এড্রেস দিয়ে নিবন্ধন করুন। কেউ সাথে বন্ধু বা অতিথি আনতে চাইলে তাকেও নিবন্ধিত করুন একই পদ্ধতিতে।


সদস্যদের যারা এবার বই প্রকাশ করেছেন, মিলনায়তনের প্রবেশমুখে তাদের বই প্রদর্শনের ব্যবস্থা থাকবে। তবে কি কি বই প্রদর্শন করবেন তা আগেই জানিয়ে আমাদের অনুমতি নিয়ে নিতে হবে। কেউ চাইলে নিজ দায়িত্বে সেখানে সেসব বই বিক্রিও করতে পারেন।


ধন্যবাদ!


---------------------


এপর্যন্ত ইমেইল ও মন্তব্যের মাধ্যমে যারা নিবন্ধন করেছেন :


অনিকা আনজুমি অরিন
অনিরুদ্ধ বুলবুল
অপরাজিতা তালুকদার
আখলাকুর রহমান সৌরভ
আতিক হেলাল
আনোয়ার পারভেজ শিশির
আফরিনা নাজনীন মিলি
আফরোজা আক্তার আনু
আবু হক মুসাফির
আব্দুল্লাহ ইবনে রইস
আব্দুল্লাহেল শফি
আলফ্রেড বারোই
আলমগীর সরকার লিটন
আশফাকুর রহমান পল্লব
আসাদ ইসলাম
আসিফ খন্দকার
ইউসুফ রাকিব
ইমতিয়াজ আহমেদ শুভ
উত্তম চক্রবর্তী
এ কে এম মোস্তাফিজুর রহমান
এইচ এম মিরাজ
এমকে চৌধুরী রানা
এস এম দিদার হোসেন মামুন
এস এম নূর
কবীর হুমায়ূন
কাজী আনিসুল হক
কাজী জুবেরী মোস্তাক
কাব্য রাসেল
কামরুজ্জামান কামরুল
কামরুল
কামরুল ইসলাম ফরহাদ
খন্দকার খালেদ
খায়রুল আহসান
খোশনূর
গোলাম রহমান
ছবি আনসারী
জ র জিম
জসীম উদ্দীন মুহম্মদ
জাকির হোসেন
জামিল জাহাঙ্গীর
জালাল উদ্দিন মুহম্মদ
জাহাঙ্গীর আলম মোল্লা
জাহিদ হোসেন রনজু
জে আর অ্যাগনেস
ড. সুব্রত ঘোষ
তপু সারোয়ার
তাসলিমা রুবি
নজরুল ইসলাম
নন্দিনী খান
নাগীব ফয়সাল
নাজমা আক্তার
নাজমুল মাতুব্বর
নূর মোহাম্মদ
পলক রহমান
পলাশ দেব নাথ
পি কে বিক্রম
পিয়াস সিদ্দিকী
ফয়েজউল্লাহ রবি
ফরিদ ভূঁইয়া
ফরিদ হাসান
ফাতেমাতুজ জোহরা প্রকৃতি
ফারুকী ওমর
বদরুল আহসান খান
বান্দা হাফিজ
মজিবুর রহমান
মতিউর রহমান
মলয় গাঙ্গুলী
মহিউদ্দিন হেলাল
মাফরুহা আতিক
মাহমুদা খাতুন
মিনু গরেট্টী কোড়াইয়া
মিম মাশকুর
মিলেটস
মুহম্মদ আব্দুল মজিদ
মুহাঃ মাহিউল ইসলাম মাহী
মুহাম্মদ মনিরুজ্জামান
মুহাম্মদ রুহুল আমীন
মোঃ আজিজুর রহমান
মোঃ ইকবাল
মোঃ জাহাঙ্গীর আলম
মোঃ জাহিদুল হাসান
মোঃ ফাহাদ আলী
মোঃ বকুল ইমাম
মোঃ মুসা ইসলাম
মোঃ মোজাম্মেল হোসেন
মোঃ সিদ্দিকুর রহমান
মোজাহারুল ইসলাম
মোজাহারুল ইসলাম চপল
মোনায়েম সাহিত্য
মোবারক হোসেন
মোহাম্মদ আসাদুজ্জামান চৌধুরী
মৌসুমি রহমান ইকরা
রইস উদ্দিন খান
রবিউল হাসান
রাকিব হাসান
রায়হান আজিজ
রিক্তা রিচি
রীনা তালুকদার
রুনা লায়লা
রুহুল আমীন রৌদ্র
লাবনী
লিণ্ডা আমিন
শশাঙ্ক সাদী
শাওন প্রজা
শাহজাহান ভূঁইয়া
শাহানারা ঝরনা
শেখ ফরিদ
সব্যসাচী পাঠক
সরকার মুনীর
সরকার মোঃ হুমায়ুন কবির
সাবলীল মনির
সুবর্ণ আহসান
সোহাগ আহমেদ
হাফিজুর রহমান বিপ্লব
হুমায়ুন কবির


যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণে ইচ্ছুক অথচ এই তালিকায় নাম দেখতে পাচ্ছেন না, তারা শীঘ্রই ওপরে উল্লেখিত পদ্ধতিতে নিবন্ধন করুন।