খ্যাতিমান কবির তালিকায় কবি হেলাল হাফিজKhetiman Kobir Talikay Kobi Helal Hafiz
গতকাল কবি হেলাল হাফিজের সাথে ফোনে কথা হল। তিনি আমাদের ওয়েবসাইটে তাঁর কবিতা প্রকাশের সদয় অনুমতি দিয়েছেন। ইতিমধ্যেই আমাদের খ্যাতিমান কবির তালিকায় তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। শীঘ্রই কবি পরিচিতি সহ আরও কবিতা যোগ করা হবে কবি হেলাল হাফিজের। উল্লেখ্য যে কিছুদিন আগে কবি নির্মলেন্দু গুণের অনুমতি সাপেক্ষে তাঁর কবিতাও যোগ করা শুরু হয়েছে আমাদের খ্যাতিমান কবিদের পাতায়। এছাড়াও বাংলাদেশের প্রখ্যাত গীতিকার ও কবি মোহাম্মদ রফিকউজ্জামানের একাউন্টটি আসরের কবিদের তালিকা থেকে খ্যাতিমান কবিদের তালিকায় স্থানান্তর করা হল।
বিজ্ঞপ্তিটি ১৮২৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়: ২৫/১১/২০১৬, ১৬:১৯ মি: