বেশ কিছুদিন যাবত আমাদের বাংলা-কবিতা ও তারুণ্য সহ বেশ কিছু ওয়েবসাইটে হ্যাকারদের নিয়মিত আক্রমণে অনেক সময় ওয়েবসাইটের পেজ লোডে সময় নেয়া সহ আভ্যন্তরীণ গোলযোগ দেখা দিচ্ছে। তবে আমরা নিয়মিত হ্যাকারদের কার্যক্রম পর্যবেক্ষণ সহ প্রয়োজনীয় বিভিন্ন প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করছি। আশা করি কিছুদিনের মধ্যেই এই সমস্যার চূড়ান্ত সমাধান করতে পারবো আমরা।
ইতিপূর্বে নানাজন থেকে আমরা নানাভাবে ওয়েবসাইট হ্যাকিং-এর হুমকি পেয়ে এসেছি। তবে তাদের অধিকাংশেরই সত্যিকার হ্যাকিং-এর কোন যোগ্যতা ছিলো না। বর্তমান হ্যাকাররাও শুধুমাত্র আমাদের ওয়েবসাইট ব্রাউজিং-এ গোলযোগ সৃষ্টি করতে পারছে, কিন্তু সার্ভারের আভ্যন্তরীণ তথ্য ও প্রোগ্রামিং-এর কোন ক্ষতি সাধনে এখনও সক্ষম হয়নি। ফলে আসরের সকলের ইতিপূর্বে প্রকাশিত সব কবিতা ও মন্তব্য বহাল তবিয়তেই আছে।
সাইটের সমস্যাগুলো নিয়ে আপনাদের অনেকেই ইমেইলের মাধ্যমে আমাদের জানিয়েছেন। এতে করে এব্যপারে দ্রুত মনযোগ দেয়া আমাদের পক্ষে সম্ভব হয়েছে। ধৈর্য্য ধারণ করে আমাদের সাথেই থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ।