১১ই মে "মা দিবস" উপলক্ষ্যে আমাদের গুগল প্লাসের "কবিতার আসরে" মা নিয়ে লেখা কবিতা প্রকাশের আহবান জানাচ্ছি সবাইকে। আজ থেকে নিয়ে ১০ই মে পর্যন্ত মা বিষয়ক যেসব কবিতা প্রকাশিত হবে, সেগুলো থেকে বাছাইকৃত সেরা কবিতাটি আমাদের গুগল প্লাসের পাতায় শেয়ার করা হবে। কেউ মা নিয়ে একাধিক কবিতা প্রকাশ করে থাকলে শুধুমাত্র প্রথমটি সেরা বাছাইয়ের জন্য বিবেচিত হবে। ধন্যবাদ।
আমাদের গুগল প্লাসের "কবিতার আসরের" লিঙ্ক নিচে দেয়া হলোঃ
******