কবিতার আসরের সদস্যদের মিলনমেলা - ২০১৮Conference Of Bangla Kobita 2018
বাংলা-কবিতার আসরের কবিদের পারস্পরিক পরিচিতি ও মেলবন্ধনের লক্ষ্যে আসরের পক্ষ থেকে আগামী ২০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সকাল ১১টা থেকে ২টা পর্যন্ত বাংলাদেশ জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে কবিদের মিলনমেলার এক আয়োজন করা হচ্ছে। আসরের সদস্যদের যারা এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে ইচ্ছুক তারা এখানে মন্তব্যের মাধ্যমে আমাদের তা জানান। মিলনায়তনের আসন সংখ্যা সীমিত। তাই সদস্যদের উপস্থিতি সম্পর্কে একটি ধারণা পাওয়া গেলে সে অনুযায়ী আমরা প্রস্তুতি নিতে পারবো। পরবর্তীতে এই মিলনমেলা সম্পর্কে আরও বিস্তারিত জানানো হবে। ধন্যবাদ।
বিজ্ঞপ্তিটি ১৯২৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়: ২০/০১/২০১৮, ১৭:১৮ মি: