নানা কারণে দেরি হওয়ার পর অবশেষে বরষার আয়োজনের পিডিএফ বইয়ের সম্পাদনা আমরা সম্পন্ন করেছি। ফলাফল নতুন করে যাঁচাইয়ের পর ইতিপূর্বে প্রকাশিত তালিকার কিছু কবিতা পরিবর্তন করা হয়েছে। পিডিএফ বইটি ডাউনলোডের লিঙ্ক এই ওয়েবসাইটের মূল পাতার ডানপাশের কলামে পাবেন। এছাড়া এখানে ক্লিক করেও আপনি বইটি ডাউনলোড করতে পারবেন।
যাদের কবিতা এই বইয়ে প্রকাশিত হয়েছে, তারা দয়া করে কবিতাগুলো যাঁচাই করে আমাদের জানাবেন এতে প্রিন্টিং কোন ত্রুটি রয়ে গেছে কিনা। তাহলে পরবর্তী সংস্করণে তা শোধরানো হবে।
ধন্যবাদ সবাইকে।