বেশ কিছু কারণে বরষার আয়োজনের চূড়ান্ত ফলাফল প্রকাশ করায় দেরির জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। বরষার আয়োজনে জমা দেয়া কবিতাগুলো বিচারের জন্য আমরা আসরের পুরানো সদস্যদের বেশ কয়েকজনকে আহবান জানিয়েছিলাম। তবে আমাদের ইমেইল সার্ভারের সমস্যার জন্য তাদের অনেকে যেমন সময়মতো আমাদের ইমেইল পাননি, আমরাও তাদের অনেকের কাছ থেকে বিচারের ফলাফল হাতে পাইনি। ইতিমধ্যেই অনেক দেরি হয়ে যাওয়ায় আমরা ৭ জন বিচারকের কাছ থেকে প্রাপ্ত ফলাফলের উপর ভিত্তি করেই চূড়ান্ত ফলাফল তৈরি করে এখানে প্রকাশ করছি। ৭ জনের এই বিচারকমন্ডলীতে ছিলেন - অরুণ কারফা, কবীর হুমায়ূন, মিমি, সুদীপ তন্তুবায় (নীল), রইসুদ্দিন গায়েন, সাইদুর রহমান এবং সুবীর কাস্মীর পেরেরা। বিচারকেরা তাদের নিজেদের জমা দেয়া কবিতা বাদে অন্যদের কবিতায় ১ থেকে ১০-এর মধ্যে পয়েন্ট দিয়েছেন মান অনুযায়ী। তাদের এই ফলাফলের গড়ের উপর ভিত্তি করে প্রথম ১০০ জন কবির কবিতা নেয়া হয়েছে পিডিএফ বইয়ে প্রকাশের জন্য। যারা একাধিক কবিতা জমা দিয়েছিলেন, তাদের একটি করে কবিতা নেয়া হয়েছে মানের উপর ভিত্তি করে।
বরষার আয়োজনের বাছাইকৃত কবিতাগুলো হচ্ছেঃ
কবিতাকবিঅকাল ফাগুনসমর চট্টোপাধ্যায়অকাল শ্রাবণমিমিঅঝোর ধারায় বৃষ্টিসঞ্জয় ভট্টাচার্যঅনু কবিতা ‘বৃষ্টি’শাহানারা রশিদঅবিরত ধারাশহীদুল হকঅবেলার বৃষ্টিঅরূপ গোস্বামীআজ এই শ্রাবণেশ্যামলেন্দ্র চক্রবর্ত্তীআজ তুমি প্রহসনমল্লিকা রায়আজ বৃষ্টিতে ভিজবো বলেনীলমেঘআজও কি মন খারাপ তোমারতাজুল ইসলামআজি বরষার আয়োজনমিতা চ্যাটার্জীআত্নবর্ষণে সিক্ততাশাহাদাত চৌধূরীআনন্দের বর্ষা বেদনার বৃষ্টিইচ্ছেডানাআমি-স্মৃতি ও সেতন্ময় সামন্তআষাঢ় এর জল বধুর রূপের প্রসাধনীরুম্পা শিমুলআষাঢ়ের আগমনেরিক্তা রিচি কাব্যআষাঢ়ের কৃষক এবং তার সাদা রূপসীনাইবা গেলো জানাআয়োজনসিয়ামুল হায়াত সৈকতইতিহাসের গন্ধমাখা বর্ষাপ্রবীর কুমার পালঋতুরাণী বর্ষাগীতিকার ডাঃ প্রবীর আচার্য্য নয়নএই বর্ষায়সুবিনয় মুস্তফীএই শ্রাবণেতানিয়া সরকারএক ফোঁটা শুদ্ধ জলওয়ালিউল ইসলামএখানে বাদল নামেমোঃ মজিবুর রহমানএলো বরষাশ্রাবণী সিংহএসো বরষাসুখেন্দু মাইতিঐ আসে প্রিয় বর্ষাস্বপন কুমার মজুমদারওগো মেঘদূতসুলতান মাহমুদকাদা মাটিতে বৃষ্টি কাব্যএম. আশিকুর রহমানকোকিলার বৃষ্টিইন্দ্রনীরক্ষণিকের দেখারূপক বিধৌত সাধুক্ষণজন্মা বৃষ্টিমীর মামুন হোসেনক্ষুব্ধ বর্ষাশেখ আবু জাফর ছাদেকখোলাকেশে ভুবন ঢেকেবিভূতি দাসজল ভরা বরষায়ফেরিওয়ালা ( মোহাম্মদ হায়দর আলী )জলনগরীসরকার মুনীরঝমঝমাঝম বৃষ্টি পড়েরামবল্লভ দাসধরণীর ক্যানভাসে বৃষ্টির লেখা কবিতাহাসান ইমতিনিরাপদ দুরত্বঅজিতেশ নাগপ্রাবৃষা প্রসর্পণঝরাপাতাপ্রস্তাবসরকার ফজলুল হকব রষার আয়োজনজোহরা উম্মে হাসানবাদল সংগীতআহমাদ সাজিদ ( উদাস কবি )বানভাসিশিমুল দত্তবিনাশী জলের মালাআসোয়াদ লোদিবিরহিণীমহিউদ্দিন হেলালবরষাশ্রীরূপা লাহিড়ীবরষাসুবীর কাস্মীর পেরেরাবর্ষাচিত্তপটবর্ষাজয় সুন্দর মিত্রবর্ষাপ্রবীর কুমার শিকদারবর্ষা ও প্রাইভেসিখায়রুল আহসানবর্ষা রাঙ্গানো জীবনপলক রহমানবরষা রানীধ্রুব জ্যোতি মিত্রবর্ষাকালমোঃ আবদুল মান্নানবরষাক্ষণেবুদ্ধিহীন বুদ্ধিজীবীবর্ষাপরীদীপঙ্কর বেরাবর্ষামঙ্গলপ্রনব মজুমদারবর্ষার আগমনমোঃ আল-আমিনবর্ষার আগমনহিমাদ্রী শেখর ঘোষবরষার আয়োজনমোঃ আরিফুর রহমান (ডিজিটাল কবি)বরষার আহ্বানঅরুণ কারফাবরষার আয়োজনসুদীপ তন্তুবায় (নীল)বর্ষার আয়োজনঅভিষেক মুখার্জীবর্ষার কাব্যরিয়েল আবদুল্লাহ আল মামুনবর্ষার কবিতালক্ষ্ণন ভাণ্ডারীবর্ষার খেলাকবি মোঃ ইকবালবর্ষার ছড়াডঃ শিপ্রা হালদারবরষার দিনেমুহাম্মদ সাইফুল আলমবর্ষার বৃষ্টিতেসামসুল আলম দোয়েলবরষার মেয়েকবীর হুমায়ূনবর্ষার রূপমোহাম্মদ আজিজুল হক রাসেলবরষায় অনুপমার বিচিত্র জীবনশিমুল শুভ্রবর্ষায় সিক্ত হৃদয়শূন্যবৃষ্টিবিচিত্র কুমারবৃষ্টিশ্রাবন্তী মুখার্জীবৃষ্টিসৌভনিক চক্রবর্তীবৃষ্টি অপ্রয়োজনীয়রাজীব ভৌমিকবৃষ্টি ও পাপবোধরাহাগীর মনসুরবৃষ্টি কাব্যমিসবাহ কামাল শুভ্রবৃষ্টি তুমি ধন্যমোঃ সুমনবৃষ্টি ভেজা ছুটির দিনসৌমিতাবৃষ্টি ভেজা মিষ্টি প্রেমের গানসৈকত পাল (নীরব দুপুর)বৃষ্টি-ছোঁয়াসন্তোষ বন্দ্যোপাধ্যায়বৃষ্টিতে ভিজে এস প্রিয়মো: আনোয়ার সাদাত পাটোয়ারীবৃষ্টির জন্যমুহাম্মদ রুহুল আমীনবৃষ্টির দিনেমোহাম্মদ ইকবাল হোসেনবৃষ্টির নাচ দেখিআলমগীর সরকার লিটনভরা বর্ষার খরস্রোতেপরিতোষ ভৌমিকমাতাল মনসায়ন্তিকা চ্যাটার্জী মুখোপাধ্যায়মিনতিসজল চৌধুরীমিলন হবেই একদিনসালু আলমগীরমেঘলা আকাশবিপ্লব রায়মধুরতাবিষ পিঁপড়েরিম ঝিম নাচেসাইদুর রহমানরিমঝিম বর্ষাবিপ্লবী কবি,এস,এম,মতিউল হাসান(মইন)শ্রাবণের এক আকাশে তিন চাঁদজসীম উদ্দীন মুহম্মদশ্রাবণের বানেজাভেদ আলীসবুজের বুকে বৃষ্টিমিসবাহ কামাল শুভ্রহে বরষাআলআমিন স্বপন
বাছাইকৃত কবিতাগুলো নিয়ে পিডিএফ বই তৈরির কাজ চলছে। আশা করছি শিঘ্রই আপনাদের বরষার আয়োজনের ডিজিটাল বই উপহার দিতে পারবো। এই আয়োজনে অংশগ্রহণকারী সবাইকেই জানাচ্ছি অভিনন্দন।