কবি শিমুল শুভ্রের উদ্যোগে আয়োজিত মা বিষয়ক কবিতার আবৃত্তিগুলো বেশ অনেক দিন আগেই আমার হাতে এসে পৌঁছালেও এখন পর্যন্ত তা ইউটিউবে আপলোড করে আসরে প্রকাশ করা সম্ভব হয়নি। এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। পাশাপাশি ছন্দের মেলার আয়োজনও আমার ব্যক্তিগত ব্যস্ততার জন্য পিছিয়ে যাচ্ছে আরও।

ব্যক্তিজীবনে আমি সিনিয়র কম্পিউটার প্রোগ্রামার হিসাবে যুক্তরাষ্ট্রে কর্মরত। সম্প্রতি কর্মক্ষেত্রের পরিবর্তন ও ব্যক্তিগত নানা ব্যস্ততায় আসরে আমি তেমন একটা সময় দিতে পারছি না বলে আবারও দুঃখ প্রকাশ করছি।

আশা করছি শীঘ্রই সব একটু গুছিয়ে নিয়ে আবারও আসরে আগের মতো সময় দিতে পারবো। তবে ততদিন পর্যন্ত সাময়িক এডমিন ২ ও এডমিন ৩ কে আমার পক্ষ থেকে দায়িত্ব পালন করে যেতে আবারও অনুরোধ করছি। পাশাপাশি আসরের অন্য সবাইকে অনুরোধ করবো যেন তাঁদের যেকোনো সিদ্ধান্ত ও কাজে আন্তরিকভাবে সহযোগিতা করেন।

ধন্যবাদ।