আমার ময়না পাখী , বনেই ঘুরে বেড়াত
মুক্ত বিহঙ্গের মত
তাকে ধরে এনে অনেক কষ্টে
শিখিয়েছিলাম কথা , ভালবাসার কথা
প্রেমের কথা , রাগ দু:খ অভিমান
কিন্তু সে আবার উড়ে চলে গেল বনে
ভালবাসার বন্ধন ছিন্ন করে
ভালবাসা যে কি হয়ত সে জানে না
জানে না ভালবাসাহীন জীবন অর্থহীন
জন্ম থেকে মৃত্যু , এমন কি মৃত্যুর পরেও
সবাই খুজে ফেরে ভালবাসা
ভালবাসার জন্যে জীবন দেয়
সৃষ্টি করে নতুন জীবন
আমার ময়না পাখী অবুঝের মত
চলে গেল সেই জীবনে
যা ভালবাসাহীন , উষর , রুক্ষ , শুষ্ক
বড়ই বন্য, জংলী সে
ভালবাসা তাকে আটকাতে পারে না ।
সেটাই যদি সে চায় , থাকুক নিজের মনে
বেঁচে থাকুক যেমন চায় সেভাবে
যদি সেটাই হয় তার নিয়তি।
আর সে তো শুধু বনের ময়না।
তার জন্য কাঁদন কবিতা হয়
দুঃখ ক্ষয় হয় না।
কবিতা কত যে হয়েছে মধুর! ভাষায় বুঝানো যায় না।
দারুণ ।। প্রেমের অনুভূতি , বিরহের কথা।।
ভালবাসা তাকে আটকাতে পারে না"
আসলে ভালবাসার নানা রকমফের আছে।একেক জনের কাছে তার প্রকাশভঙ্গি একেক রকম।বন্যেরা বন্য ভালবাসা চায়,অবন্যরা চায় টুংটাং পিয়ানোর সুরেলা ভালবাসা।তবে এ কথা তো চিরন্তন সত্য,ভালবাসাহীন জীবন অর্থহীন,যারা তা বুঝতে চায় না তারা বুঝবেও না, হরমোন-ঘটিত ব্যাপার আর কি,জিন-ঘটিতও বলতে পারো।
কবিতা ভাল লেগেছে।