প্রতি রাতে তোমার শব্দরা এসে ভিড় জমায়...
চন্দ্রালোকিত তারাভরা জোছনার বিছানায়!
আমি সুর তুলি বরাদ্দ ওই এসরাজখানায় ---
এই কালচক্রের গতিবেগে আজ বিবর্ণ অস্তিত্ব
-- সেই ময়ূরপঙ্খী পাল ছেঁড়া তরীর !
এখনও তবু ওরা আসে ভিড় জমাতে
আসে কত নতুন দিন , কত রাত আরও কত ...
....হুম আসে , আসে ওরা আমার খোলা জানালায় ! !