কীরে বল....মনে পড়ে সেই
হরিয়ালি ধানক্ষেত,,আরে --
যেখানে সেই কাকতাড়ুয়া বাঁধা...
আর সেই আল যেখানে বসে--
কত্ত খুনসুটি হোতো আর কেবল হাসি !
কীরে তোদের মনে আছে ?সেই
সেলোর কথা ,যেখানে রাতে শেয়াল আসত.....!
আর ,আর সেই সন্ধ্যেবেলা
মায়ের পেছনে পেছনে ঘোরা নকুলদানার জন্য !!
আর সন্ধ্যাপ্রদীপ এর পর
সেই সন্ধ্যেবেলা দুয়ারে যখন
সবাই গল্পে ভীষণই ব্যস্ত ,ঠিক তখনই --
ভাই কেমন ঠোঁট ফুলিয়ে কেঁদে উঠত...
নাদুসনুদুস ওই হুলোর আগমনে !!
কিরে ভাই মনে আছে ??
যদিও তখন ওনেক ছোত্তো তুই
আর সেই যে এক কালবোশেখের বিকেলে
সূয্যি তখনো যায়নি পাটে পুরো
বাকি তখনও ক্ষানিক সময় আরো...
তোকে কাঁখে ধরে সিমিদি,শম্পা আর আমি
ব্যস্ত তখন আম কুড়ানোর তোড়ে।
আর তোদের সেই শাপলা নেয়ার জেদে...
সিমিদি তো ডুব্তেই বসেছিলো পুরো !
হা হা হা হা হা হা.......
কীরে মনে পড়ছে ??উমহুম্ আমি জানি
এটা পড়লে তোরা আবার আমায় এত্ত খেপাবি....
আর বলবি --"কীরে তোর মনে পড়ছে ??
সেই যে সেই কাঠপিঁপড়ার কথা....
'যেটা আমাকে এট্টু কামড়েছিল --আর আমি প্রচুর কেঁদেছিলাম ,,,
আর বলছিলাম যে --
আমাল সব লক্ত খে লিলো গো "
হে হে হে হে হে....
হুম্ আমার সব মনে আছে রে !!
আর তোদের ?কত্ত স্ম্র্তি এখনো
কেবল রয়ে গেলো মনের গহিনেই ,
শুধু হারিয়ে গেলো সেই ছেলেবেলাটুকুই !!
ভাবা যায় বল সিমিদি ,,,এখন তুই-ই মা.....॥