অন্ধকার রাত , ট্রেনের কামরা নিশ্চুপ , ঘুমে কাতর সকলে !
কাঁচ ভিজে, হাত ভিজে যায় , চোখের কোণে ঘুম ...
তবু ঘুম নামেনা ! বোবা চোখ একেকটা মিথ্যার রহস্য ভেদিয়ে --
সত্য উদঘাটনের জন্য মরিয়া হয়ে ওঠে ।
একের পর এক ভেজা স্টেশন পেরিয়ে ত্বরিতগতিতে ছুটে চলা ...
গন্তব্য কোথায় ?----যেটুকু বেঁচে আছে সেটুকু পর্যন্তই !?
সমস্ত নঞর্থককেই শেষবারের মতো সদর্থক করার চেষ্টা আমার ,
তবু ভোররাতে হারিয়ে আমায় তুমিই জিতে গেলে ॥
এখানেই শেষ হোক , গন্তব্যহীন দিকশূন্য আমিত্বের আমিকে
আবার হারিয়ে ফেললাম , আর খুঁজো না --
বুকপকেটের খামে বা এমন ভেজা অন্ধকারে !
সমস্তটা কেবলই ছলনা ? প্রকৃতি তুমি ভালো থেকো
আমার আর ফেরা হল না তোমার কোলে , তবু ............