নিস্তব্ধতা ভেঙে মধ্যাহ্নের কাঠফাটা ব্যস্ততা ,
দুরন্তবেগে আজ চলছে উত্তপ্ত লু-এর তান্ডব ।
মুঠোফোনের দৌলতে বহুদিন ধরেই --
একাকীত্বে ধুলো জমছিল টেবিলের টেলিফোনটায় ।
তবু তার অকাট বিশ্বাস একদিন আবার
হয়তো তার মধুর ধ্বনি ঠিক বাজাবেই !
সত্যিই আজ তার স্বপ্ন বাস্তবায়িত হলো !
বহু অপেক্ষার পর নিস্তব্ধতা ভঙ্গ হলো --
দিশার কাছে আলোকের ফোন এলো
সময়টা ঠিক মনে নেই তাও ......
এক আলোকবর্ষ হবে হয়তো...হা হা !
হুম্,আগে রোজ এই টেলিফোনেই নিয়ম করে
ফোন আসত সকাল -সন্ধ্যা...কত্ত কথা...।
আজ আর কারো মুখেই কোনো রা নেই
প্রতিটি পাশে কেবল নিস্তব্ধতা আর ফোঁসফোঁসানি--
দুজনেই আজ বাক্যিহারা জীবনস্রোতের ছন্দপতনে
একটা রিংটোনে হয়তো হলো অপেক্ষার অবসান ,
কিন্তু ভাঙ্গলো কী বহুদিনের একটু একটু করে গড়ে ওঠা
অভিমান আর অহংকারের প্রাচীরে ঘেরা মস্ত ইমারত ?
টিঁ..টিঁ..টিঁ........ফোনটা কেটে গেলো ---
মধ্যাহ্নের দুপুরে আবার ছেয়ে এলো নিঃসঙ্গতার কালো মেঘ ,
একরাশ স্বপ্নাছন্ন অপেক্ষায় অপেক্ষারত টেলিফোন ---
হয়তো আবার বাজবে অতৃপ্ত ভালোবাসার রিংটোন ॥