মরশুম তো শুরু হয়েছে সেই কবে ...
পল্লবে পল্লবে কচি সুগন্ধী মাধবীলতা ভিড় করেছে !
লাল ফড়িংয়ের দল ,দল বেঁধে চলেছে ,,
শ্যামল ধানক্ষেতে রঙীন ঘাসফুলের সন্ধানে ।
বন্ধ্যা জমির গর্ভে ঘর বেঁধেছে কত লাল-নীল ফুল --
সঞ্চারিত সবুজের মেলায় মুখ লুকিয়েছে দূষণ !
ওই দূরে হাতছানি দেয় কালো মেঘের দল
এই আবার নামলো বুঝি,চাতকের বুলি শান্ত হল --
আকাশে কালো মেঘের আঁকিবুঁকির ঘনঘটায় !
আষাঢ়ের মুখভার হলে ময়ূর-ময়ূরী বেশ হাসে ,,
শ্রাবণ যখন আসে তখন তারা পায় আনন্দের সাধ ।
কিন্তু হায় ওই যে বুল্টির ঘরে আর হাঁড়ি চড়ে না !
বাপ্-মায় কাজ বন্ধ করে ঘরে বস্ থাকে ,
বর্ষার প্রকোপে রাজমিস্তিরির কাজ বন্ধ !
তাই চড়ছে না হাঁড়িও ,উনুনের মুখ ভার তাই ।
এদিকে ফুটো চাল ছাওয়া হয়নি,কেবলই জল পড়ে !
আর ওদিকে বাবুদের ঘরে চলে মহা ভূরিভোজ ,
বর্ষা মানেই পাতের ধারে ইলিশ গন্ধ চাই ।
বর্ষা চলে নিজের তালে ,বৃষ্টিফোঁটায় মালা গেঁথে ,,,
প্রকৃতি ভরে হেনা,কদমের সুরভীতে !
রুক্ষ পাথরেও বর্ষারাণীর আলতো স্পর্শে ঘটে প্রাণের সঞ্চার ।