১)গৃহবধূ

তাহার কবিতাগুলি মরিয়াছে
সন্তানদিগের মুখপানে চাহিয়া।
নতুন করিয়া ভালবাসা হয় নাই আর,
পুরাতন স্বামীটিকে।
পড়িয়া আছে গৃহস্থালীর সহস্র কাজ।
দশভূজার ভূজ লইয়াই সকলে ব্যস্ত।
হৃদয়ের খোঁজ কেহ করে না।


২) বারবধূ

'কিস' ও 'চুম্বন'-এর পার্থক্য বুঝিলে না!
হে বাবু, ডিকশনারিই রহিয়া গেলে,
তোমার আর অর্থবই হওয়া হইল না।


৩) ওয়ার্কিং ওমেন

তুমি "ওয়ার্কিং ওমেন" বলতে ভাবছ তোমার স্ত্রীর কথা।
যে ঘরে বাইরে সমান ওয়ার্কিং।
তুমিও ওয়ার্কিং,সেও।
তবু দুই আর এক এ পার্থক্য তো থাকেই!

অথবা ভাবছ পৌলমীর কথা, যে "ওয়ার্কিং ওমেন" বলেই বিয়েটা হয়নি তোমাদের। অথচ,,,
তার চুল এখনো তোমার স্ত্রীর চেয়ে ঘন আর অদ্ভূত।

ভাবছ না সেই বৃদ্ধাটির কথা, ঘাস বেচে যে পেট চালায়। বৃদ্ধারাও ওমেন। ওমেনরাও ওয়ার্কিং হয়। ওমেনরাই ওয়ার্কিং হয়।