এই কবিতা এমনিভাবে লিখব;
যেন সবাই অপমৃত্যু ভাবে।

তোকে ধমক দিয়ে বলব চলে যেতে।
রাগব।
চলে গেলে, কাঁদব।

এই জীবন; এমনিভাবে চলব;
এই হোলি; এমনভাবে খেলব;
এই ফুচকা; এমনিভাবে খাবো;
এই ঠিকানা; এমনভাবে পৌঁছোব;
যেন সবাই অপমৃত্যু ভাবে।


হারকর জিতনেওয়ালোকো সির্ফ বাজিগর নেহি কহেতে
উহাদেরকে কবিও বলে কখনও-সখনও।