এখন বাজে বিচ্ছিরি বারোটা।
চাঁদের ঢাকনায় পথ ঢেকে যাচ্ছে।
বাতাস স্পষ্ট ভেঙে দিচ্ছে, নিস্তব্ধতা।
অনেক খুঁত নিখুঁতভাবে পেরিয়ে গেলে তাকে ভালবাসা বলা যায়।
নিশ্চুপ অথচ,,,,,,  দড়াম!!!
চটকে যাচ্ছে সব- ফুল, সব- কবিতা,  দুনিয়ার সব প্রেম, চুপচাপ।



তড়াক! দেড়টা বাজল।
দৈত্যেরও তো হৃদশব্দ থাকে।
স্বামীর কেন নেই যে!
ততক্ষণে মেয়েটির কোমরে নাদান হচ্ছিল পৃথিবী।


চারটা বাজল খুব তাড়াতাড়ি।
যে যা বলে বলুক।
ভাঙলে ভাঙুল দু-চারটে কাপ-প্লেট।
তবু চল সব রাগ চিবিয়ে খাক মধুমাস।
রাস্তার কৌতুহল দম্পতির দিকে পয়স ছিড়ে দিক।
চলো, আমরা যেভাবেই হোক, বিদ্রুপ হয়ে উঠি।

এইত সময় যখন ভালবাসা ক্লোরোফিল হয়ে যায়।
এই তো সময়, এই যে সময়, এই সে সময়।