সালাম নমস্তে আসরের কবিরা ("সৌখীন"টুকু বাদ! কেন? আমার পোষ্ট, আমার চয়েস। হা হা হা!) । আসরের বিগত এক সপ্তাহে প্রকাশিত সব ক'টি কবিতা পড়েছি। (গোটা ৫ মত অবশ্যি মাঝখানেই ছেড়েছি, নেহাতই ভাল লাগছিল না বলে। ) আমার পছন্দের সেরা ৭ টি কবিতা লিংকসহ পেশ করছি নীচেঃ-
৭ম কবিতা -
নাম- ঘোড়ার মতন
কবির নাম- অজিতেশ নাগ
আলোচনা - কবিতাটা পড়ুন। পড়ুন কবিতাটা।
লিংক ঃ- http://www.bangla-kobita.com/ajiteshthepoet/660th-poem-ghorar-moton/
৬ষ্ঠ কবিতা
নাম- গল্পটা রাবিশ
কবির নাম- জসীম উদ্দীন মুহম্মদ
আলোচনা - বড় জ্যান্ত কবিতা। প্রথম স্তবকটি একটু বোরিং। তারপরে দারুণ।
লিংক ঃ- http://www.bangla-kobita.com/jasim73/post20151114075047/
৫ম কবিতা
নাম- জরায়ুজ
কবির নাম - বিকাশ দাশ
আলোচনা- ঈর্ষণীয়।
লিংক - http://www.bangla-kobita.com/bcdaskil/post20151111054215/
৪র্থ কবিতা
নাম- তিন ভালোবাসা
কবির নাম- শ্রীতরুণ
আলোচনা - কবিতাটি পড়ুন। প্লিজ পড়ুন।
লিংক - http://www.bangla-kobita.com/sritarun/post20151114085234/
৩য় কবিতা
নাম - জল-পাথর
কবির নাম- সাবলীল মনির
আলোচনা - হীরকদ্যুতিময়।
লিংক- http://www.bangla-kobita.com/mimonir/post20151112082726/
২য় কবিতা-
নাম- আবর্তন
কবির নাম - শব্দচাষী
আলোচনা- লেখাটি এখনো অবধি মাত্র ১৬ বার পঠিত হয়েছে। মন্তব্যসংখ্যা শূন্য।
লিংক- http://www.bangla-kobita.com/proteek/post20151113034510/
১ম কবিতা
নাম- নানা মুনি নানা মত
কবির নাম- দেবাশিস্ ভট্টাচার্য্য
আলোচনা- নির্বাক ছিলাম ১০ -১৫ মি পড়ার পর।
লিংক- http://www.bangla-kobita.com/deboleena/post20151112103839/
--- গুডবাই। আপনাদের পছন্দ জানার অপেক্ষায় রইলাম। টাটা।