তোমার প্রেমটেমের অপমৃত্যু হলে, শোভাযাত্রা বা শোকসভা নয়। আমি শান্তিকামনাতেও বিশ্বাসী নই।
ঠ্যাং ধরে জরাসন্ধের মত চিরে রেখে দেব। নিকুচি করেছে তোমার প্রেমের।
- আজ জানি, পুরো ব্যাপারটা মেগাসিরিয়াল। ভালোবাসার জানটা কইমাছের। বার বার মরিয়া প্রমাণ করে যে সে মরে নাই!!!
এখন এসব মৃত্যুটিত্যু তে নো টাইমপাস! বাসকেট বল খেলব। এর বাসকেটে ওর বাস্কেটে রাতজুড়ে প্রক্সি কিছু পেঁচার মত কবিতা খুঁজব। বাথরুমের শাওয়ারের মত, কমোডের ফ্লাশের মত চেল্লাব, কেউ শুনবে না। কেউ শুনবে না কিভাবে চিতার পোড়ার পটপট শব্দে তৃষ্ণা পাবে আমার। তখন জানি তুমি ঠিকই আসবে। না এসে যাবে কোথায়? প্রেম ঠোঁটে নিয়ে আবার, জানতে চাইবে - এ শরীর কিভাবে পোড়ালি? আমি তখন পুরোন ফ্রক ছেড়ে জামা পরে নেব। কি অবিশ্বাস্য রকম বড়দের মত হয়ে উঠবে তোমার পায়ের ছাপ।