তোমরা বলো, জামানা পাল্টে গেছে;
আমি বলি, জামানা ঠিকই আছে,
তোমরা, মানুষগুলো-ই বদলে গেছো!

ভোরের সূর্যের মায়াবী আভা-তো হয়ে যায়নি নীল!
পূর্ণিমার চাঁদের জোছনায় স্নিগ্ধতা আছে আগের মতই;
দখিনা সমীরণ বয়ে চলছে নিয়ম মেনেই!
হাসনাহেনা দেখো বিলাচ্ছে ঘ্রাণ কেমন অকৃত্রিম!

বসন্ত এলে, কুহু কুহু তানে কি ডাকে না কোকিল?
বাগান জোড়া গাছগুলোতে কি ফুটে না ফুল?
বর্ষায়, আকাশ ভেঙে মেঘগুলো কি-
নেমে আসে না বৃষ্টির ধারা হয়ে;
রুনুঝুনু শব্দে কি যায় না মাতিয়ে?

তোমাদের অলক্ষ্যে, এখনো বর্ষায়-
ব্যাঙদের সংগম হয়!
শুধু তাদের মিলনক্ষেত্র, সে-ই ডোবা গুলো নেই!  
যেখানে ব্যাঙাছিরা জন্মাতো পরম মমতায়!

এখনো বৃষ্টি আসে নেমে, তোমাদের আঙিনায়;
রুনুঝুনু শব্দ শুনার সেই টিনের চালাগুলো নেই!

কোকিলেরা কুহুতান করে ঠিকই,
শুধু, তোমাদের শুনার সময় নেই!
চাঁদ তার জোছনা বিলোচ্ছে আগের মতই,
শুধু, বারান্দায় চাটাই নিয়ে বসবার মতো-
সময় বা মুড কোনোটাই তোমাদের নেই!

আধুনিক যান্ত্রিক মেকি সভ্যতায়-
তোমরা হারিয়েছো সব,
প্রকৃতির নির্মলতা, সতেজ শৈশব!
তাই, নিস্ফল চেষ্টায়-
মনকে দিতে চাও প্রবোধ;
বলে বেড়াও, জামানা পাল্টে গেছে।
আমি বলি, জামানা ঠিকই আছে,
শুধু, তোমরাই পাল্টে গেছো!

১৯/০৪/২০২১
দুপুর-০২.০০