কোন্ সে অভিমানে
      কীসের যাতনায়
          প্রাগৈতিহাসিক কাল থেকে
              পোড়াচ্ছ আমায়!

বেদনার বিষে পিষ্ট আমি নীলাভ কষ্টের নাম
অনন্তর বহ্নি বয়ে চলে এ বক্ষে অবিরাম
অন্তহীন মহাসাগরের অথৈ জলে ভেসে চলা
কোন্ সে অপরাধ? কী অভিযোগ? যায় কি বলা?

আমি যদি হই অপরাধী, তুমি-ও কি নও কিছুটা?
কেন হবো আমি একাকী নির্বাসিত, অবাঞ্ছিত!
তুমিই তো সবকিছুর মূলে, তুমিই যে আদিস্রষ্টা!
থাকবে না কোন গ্লানি, যদি আমার বুকে হও চির অধিষ্ঠিত!

০২/০৪/২০২২
রাত- ১০.২০
চট্টগ্রাম