আজকে একটি গল্প হোক,
অল্পস্বল্প, একটি রংয়ের গল্প;
আমার প্রিয় একটি রং "সবুজ",
যখন ছিলাম অবোধ-অবুঝ-
তখন থেকে এখন অবধি,
বয়ে চলি ভাবনার নীরধি!

কেমন এক স্নিগ্ধ মনোহর আবেশে-
তুলে আবেদন সে, হৃদকুঠুরিতে!
খুলে দেয় ভালোলাগার যত দ্বার!
হেরি তাহার রূপ, বারংবার!
ক্লান্তিহীন, অবাক নয়নে-
কী সকাল, কী অপরাহ্ণে!
দখিনা জানালা খুলে-
চেয়ে থাকি সবুজ পাতাটির দিকে;
এভাবে, দিন যায়, রাত যায়-
গড়ে উঠে,
তাহার সাথে প্রণয়পূর্ণ অধ্যায়!
একদিন দেখি,
পাতাটি তার রং বদলাচ্ছে!
সবুজ রংটি তার হারিয়ে যাচ্ছে,
নিচ্ছে রূপ হলুদাভ রংয়ে-
ধীরেধীরে।
হঠাৎ একদিন, দেখি-
পাতাটি পড়েছে খসে!
ছিল জড়িয়ে কাণ্ডটিকে, এতদিন-
বড় ভালবেসে!

মনের গহীন কোণে উঠল ভাবনার ঝড়,
ফিরে গেলাম হঠাৎ করে পিছনে-
পুরনো স্মৃতিটি দিচ্ছে উঁকি বারংবার!
যে ক্ষতটি ছিল এতদিন আত্মগোপনে!
বাবা আমার চলে গিয়েছেন অমনি হুটকরে!
অল্পবয়সে, গেছেন ঝরে-
পৃথিবীর মায়া ছেড়ে, অনেক দূরে!

ভাবনার দ্বারে লাগে প্রচণ্ড আঘাত!
হায়! আমিও তো হবো প্রত্যাখ্যাত!
কী দারুণ প্রস্ফুটিত সবুজাভ আজ,
দিচ্ছে ডাক হলুদাভ সাজ!
এমনিভাবে, হঠাৎ একদিন-
পড়ব খসে,
পৃথিবীর মায়াময় কাণ্ড হতে!
অশ্রুর বন্যা বইছে কেন অজান্তে!

১৮/০৫/২০২০
সকাল- ১০.৩০
বড়াইল, ব্রাহ্মণবাড়িয়া