প্রিয়তমা,
যে উষ্ণতা গিয়েছিলে ছড়িয়ে-
হিমশীতল বুকের পাঁজরে,
তা আজ মেয়াদোত্তীর্ণ হয়ে-
জমাটবদ্ধ বরফে আচ্ছাদিত;
হৃদযন্ত্রের ধমনিতে সাদা কষ্টের আস্তরণ!
ফুসফুসে প্রগাঢ় ইনফেকশন!

ওগো সঞ্জীবনী,
ফিরে এসো এই সাইবেরিয়ার বুকে,
ফিরিয়ে আনো প্রাণের স্পন্দন-
হিমশীতল সফেদ বরফ গলিয়ে।
উষ্ণ আবেগে করো আমায় দীর্ঘ আলিঙ্গন;
ভেঙে ফেলো এই বরফের দেয়াল,
দাওনা একটি উষ্ণ চুম্বন এই অধরে এঁকে!

১/২/২০২২
বিকাল- ০৫.৪০
চট্টগ্রাম আসার পথে