আমার বেদনার কোনো রং নেই,
যা তোমার দৃষ্টি আকর্ষণ করে!
আমার কষ্টের কোনো গন্ধ নেই,
করবে প্রবেশ তোমার অনুভবের ঘরে!

আমার যন্ত্রণার কোনো অবয়ব নেই,
এতটুকু ছুঁতে পারে তোমায়!
আমার দুঃখের কোনো ঠিকানা নেই,
তুমি আসবে কী কভু হেথায়?

আমার কষ্টের কোনো বাহন নেই,
পারে যেতে তোমার আলয়ে;
পারেনা নিতে আশ্রয় বাম অলিন্দে!
মুমূর্ষু মৃতপ্রায় সে মৃত্যুপুরীর যাতনায়!

আমার যন্ত্রণার কোনো কণ্ঠস্বর নেই,
উচ্চারিত হয়না এতটুকু অস্ফুট কান্না!
অমাবস্যার নিকষকালোয় বসতি তার,
পারেনা বলতে, নিয়ে তোমায় দেখতে রূপালী জোছনা!

থাকো তুমি নিরাপদ-অক্ষত!
ওগো অচেনা,
আমার কষ্টের বাতাস যাবেনা তোমার বাগানে,
যতই উঠুক ঝড়ো হাওয়া এই প্রাণে!

২৪/০৭/২০২০
বিকাল- ০৩.৩০