দখিনা জানালাটি কি আজো খুলো?
খোলা চুলে বসো কি সেথায়?
দ্যাখো কি ঐ নীলাকাশ, হয়ে এলোমেলো?
জোছনা রাতে, ভাসো কি চাঁদের আলোয়?
স্নিগ্ধ সমীরণে, মোহিত হও কি আগের মতো?
খুলো কি, ভাবনার দুয়ারের তালা আছে যতো?

বেলি ফুল কি আজো ফুটে, সামনের বাগানে?
ঘ্রাণে ঘ্রাণে কি আবিষ্ট হও, আগেরি মতন?
কোকিলটি এসে কি শিস দেয়, কুহূতানে?
করো কি তাকে, ঠিক সেই আদর-যতন?

নেমে এলে রাতের আধাঁর,
তুমি কি এখনো কাজল পরে সাজো?
আলতা দিয়ে, নূপুর পায়ে-
লালপেড়ে শাড়িটি কি পরো, আজো?

বৃষ্টি নামলে, তোমার ওখানে,
খোলা বারান্দায় নেমে-
হাতটি কি আজো ভিজাও?
এখনো কি চুপিসারে-
কদম তলায় যাও?
কদম ফুলটি নিয়ে হাতে-
সিক্ত চুলে জড়াও?

৭/৫/২০২০
রাত- ০৮.২০