লাঙলের ফলা কত চালাবে-
কত আর করবে কর্ষণ!
একই অঙ্গে কত চলবে-
তোমার নির্দয় শোষণ!
নীরবেই হচ্ছে অশ্রুবর্ষণ!
দিনেদিনে যাচ্ছে শুকিয়ে-
মোহময় যৌবন,
অচিরেই নিষ্ফলা হবে-
যদি থাকে চলমান!
নিংড়িয়ে কী আর করা যায়-
মধু আহরণ?
একাধিক বার হয়তো মিলিবে,
পরক্ষণেই হবে সংহরণ!
ওগো নিঠুর,
জানি আমি,
যবে হব আমি বন্ধ্যা-অক্ষম!
সইতে হবে আরো বড় আঘাত-
নিদারুণ, অসহনীয়, বিষম!
যাবে চলে অন্য আলয়ে-
খুঁজে নিবে তুমি নিজের আশ্রয়!
ক্ষণেক্ষণে এভাবে খুন করার চেয়ে-
হান মৃত্যুসম চরম আঘাত!
এই মিনতিপূর্ণ নিবেদন তব দ্বারে!
বারে বারে মরার চেয়ে-
একবারেই মরতে চাই!
০৯/০৫/২০২০
সকাল- ০৯.০০