আমাকে দ্বিখণ্ডিত করতে চাও-
করাতের ফলায়?
আগুনে ঝলসিয়ে রূপান্তরিত করতে চাও কয়লায়?
কিংবা, পানিতে ভাসিয়ে করতে চাও নিরুদ্দেশ?
অনিঃশেষ অভিমানে যতই জারি করো-না কেন হত্যা অধ্যাদেশ!

জানি,
পারবে না বাস্তবায়ন করতে রায়ের কোনোটিই,
কারণটা স্বয়ং তুমি নিজেই.....

আমি যে তোমার ভালবাসার কাণ্ড;
কেন ভুলে যাও-
তুমিই সে কাণ্ডের শিকড়!
আমার মাধ্যমেই সাজিয়েছো তুমি এই বিশ্বব্রহ্মাণ্ড!
মনে রেখো, ওগো প্রাণেশ্বর,
যতটা চাও পুড়াতে আমায়-
পারবে কি রাখতে সরিয়ে দূরে-
লেলিহান শিখার উত্তাপ?
স্পর্শ কি করবে না তোমার অভ্যন্তরে?

০৮/০২/২০২২
রাত- ১১.০০
চট্টগ্রাম