তোমার রন্ধে রন্ধে বহমান
টানা পোড়েনকে আরও টানতে দাও
দুঃখ-কষ্টের সংমিশ্রণে
টকবগে প্রেম রস বয়ে চলে চলুক না
বহুত নক্শী শোবার বিছানায়
ওকে আরও প্রসারিত হতে দাও
নর্তকী ঘুঙুর বাজছে জলসা ঘরে
ছন্দের তাল ও সুরে আরও বাজতে দাও
আমিতো সব দেখছি
ধবল মেঘের কোলে দেখছে সেও
তোমাকে আর ফেরাবো না
নষ্ট প্রচ্ছদের আল্পনায়-
নিজেকে আর রাঙিয়ে নেবো না
তোমার বারাঙ্গনা বেশ্মে
কে যায় যাক-
আমার চোখ ফেরাবো না সেথায়
ও কাননে কুসুম কলি ফোটাবো না আর .......