আমি তো অমন প্রেমিক নই
তোমার খুশিতে বীর পুরুষ হবো
লিটনের ফ্ল্যাটে যাবো
নীরবে প্রেমালাপ করবো
বুকের উপর জড়িয়ে ধরবো
চাইলেই চিরিয়াখানা যাবো
সুরুভী উদ্যানে চুমু খাব
ভিন্ন জগতের বিশ্রামাগারে
বিশ্রাম করবো
আমি তো অমন পুরুষ নই
তুমি চেয়েছো বলে
এক রাতের নাগর সাজব
মিষ্টি সুরে কথা বলবো
তোমার আষ্টে গন্ধ গায়ে মেখে
ঘোলা জলে মাছ ধরার
খেলা খেলবো।
আমি তো অমন পুরুষ নই
তুমি চাইলে টাকা দেবো
অভিজাত শপিং মলে
কিরণমালা জামা কিনে দেবো
তোমার দুর্বলচিন্তায় নাচবো
তোমার ইচ্ছা অনিচ্ছায় বাঁচবো
আমি সকাল বেলার পাখি
ফুলের দেশে থাকি
প্রেমের জন্য কুহু স্বরে ডাকি
তুমি চাইলে-
আকাশ ছোঁয়াছুঁয়ি খেলবো
বাতাস ফুঁড়ে চাঁদে যাবো
তুমি বললে-
তারাগুলো উপরে ফেলবো
নদীর ধারে বেড়াতে নেবো
ফুলের তোরা খোঁপায় দেবো
ভালোবাসাতে শেখো
তোমার ইচ্ছেতে হাসবো খেলবো