আমি ঘুমোতে পারিনি অনেক দিন
রাতের পর রাত ঘুমিয়ে থাকার ভান করি
অনেক দিন দেখা হয়নি স্বপ্ন।
ওপরে দেখে বোঝা যায় না এ আমাকে
কষ্টের চোরাবালিতে আটকা পড়েছি।
কাদার মতোই শরীরে লেপ্টে আছে কষ্ট,
আতঙ্কে ভেস্তে গেছে বাঁচার সাধ,
বাতাসে মিশে গেছে আত্মার আত্মচিৎকার-
অস্পষ্টই থাকে বেদনার চিত্রিত ছায়াছবি,
অপূরণ ইচ্ছেরা বিলাপে তোলপাড় করে
পৃথিবীর বুক।
শক্ত ভূখণ্ডে পৌঁছাতে চায় অস্থির দেহটা
তবুও এক ইঞ্চি শক্ত মাটি নেই কোথাও ।
আমি ঘুমোতে পারিনি অনেক দিন
কষ্টের কারেন্ট জালে আটকা জাটকা ইলিশের মতো
আটকে আছে প্রেম, আটকে আছি আমি-
তাইতো বসন্তের ফুল ছেঁড়া অবস্থায় পড়ে থাকে-
শ্রদ্ধা-ভক্তি নবান্নের মতো এক-আধদিন
দেখা যায় চত্বরে-মঞ্চে।
এসব দেখার কেউ নেই,
তুমিও চলে গেছো অনেক দূরে।
আমি ঘুমোতে পারিনি অনেক দিন-
ভালো লাগে না আর,
দিনের আলোয় জেগে জেগে স্বপ্ন দেখি
মনে হয় অন্তরে আরেক কষ্টের প্রতিচ্ছবি...