আর কত জান্নাত জাহান্নামের নামে
কোমলমতী যুবকেদের নিয়ে মরণ খেলা খেলবে
পুড়ে পুুড়ে অঙ্গার করবে বোকাদের,
ধর্মের নামে আর কত প্রাণ কেড়ে নেবে ?
ক’জন নিষ্পাপ সন্তানকে উগ্রবাদী বানাতে চাও ?
আর কত মানুষ্য শকুনি ঠোঁটে রাঙাতে চাও রক্ত মাংস।
কতকাল বাংলার আকাশে-বাতাসে ভেসে বেড়াবে
আমার স্বজনদের আত্মচিৎকার ?
নির্লজ্জ হিং¯্র জানোয়ার জঙ্গীবাদীর দল
আর কত মানুষ হত্যা করতে চাও ?
কবে জাগ্রত হবে তোমাদের মানবতাবোধ ?
এখনও সময় আছে ফিরে এসো !
আমি মানুষ, ঘৃণা করি মৌলবাদী নেতাদের
তীব্রনিন্দা করি নির্মম হত্যায় যুক্ত হত্যাকারীদের,
সৃষ্টির করুণ মৃত্যুতে যে ঈশ্বর আনন্দ পায়-
আমি তাকেও ঘৃণা করি।
জঙ্গির দল ফিরে এসো মায়ের আঁচল তলে
নইলে মানবতার নামে শপথ করে বলছি-
আর যদি এই সোনার বাংলায়
একজন মেহনতি মানুষের নির্মম মৃত্যু হয়।
তোদের নিষিদ্ধ করে দেবো বাংলার শহর বন্দরে
নিষিদ্ধ করবো মাছে ভাতে বাঙালির সোনালি স্বদেশ
মুছে ফেলবো জঙ্গিবাদী মূল শেকড়ের অস্তিত্ব
পাঠিয়ে দেবো ঐ ঈশ্বরের দুনিয়ায়।
আমি মানুষ মানবতাই আমার ঈশ্বর
মানবতা আমার প্রার্থণার মূল
মানবতা আমার ধর্মের মূলবাণী
মানববিকতাই আমার ধর্ম।