আর কখনও প্রতীক্ষায় থাকবো না তার জন্য
প্রান খুলে গাইবো না কৃষ্ণের বাঁশির সুরে
ডায়েরির শূন্য পাতায় লিখা হবে না কারও নাম
সাঁঝবাতির নিয়ন আলোয় পথ খুঁজব না আর
ভেবলা কুম্ভকারের মতো পিদিম বানাবো না আর
শিবের শীষ্ণ হবো না এই পাতাল পুড়িতে
চন্দ্র গ্রহণে উদয়াস্ত হবো না কিশোরী বালার মনে
হবো না আর অবচেতন মন্দিরে ঠাকুরদালানের চাতক
কারও মুক্তোর মতো হাসিতে সুখের ঝলক দেখি
আত্ম জলাঞ্জলি দিতে পারি পলকের ইশারায়
নিমিশে হতে পারি কারও নখদর্পণে পরশপাথর
সে যদি না চায় ও সব কথা বলবো না আর