তোর প্রেমময় চপেটাঘাতে নির্বাক আমি
দু’পেয়ে মানুষ হয়েও স্থির দাঁড়াতে পারি না
তোর কথার বিষদাঁতে চুর্ণবিচূর্ণ অন্তরবসতী
নিষ্ঠুর যাযাবর ছোঁয়াচে রোগে আক্রান্ত মনোপ্রাণ
তোর ফেলে যাওয়া পদচ্ছাপের ছোঁপ ছোঁপ দাগে
হুড়হুড় করে একদল দীর্ঘশ্বাস রোজ জমাট বাঁধে
কখনো ভরে ওঠে ব্যথিত চোখের নোনা জলে
কে জানতো ভালোবাসার কলা বুঝিস না তুই
অন্তহীন নর্তকীর মতো এ পৃথিবীর বুকে
তোর জন্য চামচিকেমন ঝুলে থাকে শিমুলের মগডালে
অনর্থক এভারেস্টের চূড়ায় ছুঁই ছুঁই জোছনা পাড়ার আশায়
অদ্ভুত উপলব্ধি তবু অন্তমিলহীন জীবনের পাশে ঘুরে দাঁড়াই
অজস্র রীতিনীতির বুকে সুখের বাসর সাজিয়ে স্বপ্ন দেখি
কখনো কৃষ্ণ সেজে বাঁশি বাজাই তোর পথের ধারে
কখনো অসুরের মতো লোলুপ দৃষ্টিতে খুঁজতে চাই তোকে
আয়নায় মুখচ্ছবির কড়াশাসনে থমকে যায় চাওয়া পাওয়া