সাঁঝ বেলার নিয়ন আলোয় ছেড়ে গেলে ঘর
আকাশ ভরা তারা ও পূর্ণিমার আলো
তোমার চলে যাওয়া সে গোপন পথ চেনালো
বোঝালো ছিঁড়ে যাওয়া সম্পর্কের সমীকরণ।
আমার প্রতিক্ষায় প্রসারিত রাতের অন্ধাকারে
খেয়ালি মনের খেয়ালিপনায় করো না ফেরার আল্পনা,
অভিমান ভোলোনি, বলো- আসার চেষ্টা করেছো
তাতে কি আর ফিরে দেখা হয় ?
ভালোবাসায় আত্মঘাতী হবো ইচ্ছে ছিলো না
জোছনা স্নানের স্বপ্ন বিভোরে
মাতাল বাতাসের মাতলামিতে ভাবছিলাম
দুয়ারের বারান্দা ঘেঁষে যে প্রথম পুষ্প ফুটেছে
গোলাপ ও হাসনা হেনার ডালে,
প্রাণ-মন ভরে সে হাসনা হেনার গন্ধ নেবো।
জেগে থাকবো অনন্ত রাত্রি আমরা দু’জন।
সুখের ফোয়ারা দেখে ফিরবে রক্তে চঞ্চলাতা
ঘনত্ব কমবে হিমোগ্লোবিনের কণায় কণায়
দুরত্ব কমবে আমাদের নিগুঢ় প্রেমের।
যদি কেউ বলে আমি ভাবুক
হাসনা হেনার গন্ধে জীবনের সুখ খুঁজি
রাত জেগে কবিতা লিখি, তাতে কোন কষ্ট নেই
বেঁচে থাকতে এর চেয়ে বেশি দরকার নেই।