আজকে যদি কোন সার্বজনীন মহাপুরষের কথা বলতে বলো
নজরুলের কথাই আমাকে বলতে হবে
বলতে হবে তার ধ্যান জ্ঞান ও পাণ্ডিত্যের কথা
সাম্যবাদের কথা তার মুক্তির অদম্য চেতনার কথা
যদি বাংলার একজন প্রেমিক কবির কথা বলো
আমি বলবো দুখু মিয়ার কথা
আসানসোল শহরের চুরুলিয়ায় রুটি দোকানির কর্মচারী
আজ জন্ম হয়েছিলো যার, তার কথা বলবো আমি
যদি বলো কোন এক বিদ্রোহী দেশ প্রেমিকের নাম কী
বলবো প্রথম বিশ্বযুদ্ধে মিত্র পক্ষের সৈনিক নজরুলের নাম
আমি এমন এক সাংবাদিকের নামই বলবো আজ
যিনি ব্রিটিশ রাজ্যের বিরুদ্ধে প্রত্যক্ষ সংগ্রামে অবতীর্ণ হয়েছিলেন
যদি বলো সেরা ধর্মীয় গান রচনাকারীর নাম কী
বলবো দরিদ্র মুসলিম পরিবারের নজরুলের নাম
যিনি ইসলামী সংগীত-গজল-শ্যামাসঙ্গীত-হিন্দু ভক্তিগীতি
রচনা করেছিলেন আমি তার কথাই বলবো
যদি বলো মানুষরূপি একজন সেরা দেবতার নাম বলো
আমি নজরুলের নাম বলবো
যিনি আঠারোশত নিরানব্বইয়ের পঁচিশে মে জন্ম নিয়েছিলেন
আজ শুধু তারই কথা বলবো
25 মে 2016খ্রি.