নিরস সময় বাঁশের ছোট্ট তরী
ছোট্ট পাটাতন ছোট্ট জীবন
দিশেহারা আমি জলের বুকে
চোখের আয়নায় ছায়াসুখ হাতছানি
জীবনের বিষুব রেখা দ্বি-খ-িত।
প্রকৃত উত্তর মেরুতে দাঁড়ালে
পেন্ডুলাম ঘড়ির সাথে-
জীবনের দিন-ক্ষণ পাল্টে যায়,
মন্থর গতি অনিশ্চিত যাত্রা ক্রমশ টানে ভুল পথে
কখনো শূন্য জীবন পায়ের তলায় খেলা করে।
কলঙ্কিনি চাঁদ আকাশের নীল মানচিত্রে হাসে
জোয়ারের জল ক্রমশ্য বাড়ে
কম্পাস বিহীন অজ্ঞ নাবিকের সিকিতে কেনা
সাধনার সংসার স্বপ্নের প্রিয় মুখ
মাতাল আজ উত্থাল জলের বুকে।
আরেকবার চোখাচুখি করার সৌভাগ্য হলো না
এখানে ফেলে আসা বিদ্রুপকারীদের কেউ নেই
ভালো থাকার লোভ চিরকাল পিছু ছাড়ে না
জীবনের সোনালি অতীত সাদা-কালো প্রতিচ্ছবি
পিছু ডাকে ফিরে এসো ফিরে এসো ফিরে এসো.....