কবি মানেই তো ঈশ্বরের সমান সমান
কবি মানেই তো নরকের আগুনের মতো চিরদীপ্ত
কবি নয় পিপিলিকা, নয় কারো ভৃত্য
কবি মুছতে পারেন তরবারিতে আঁকা শত শত বৃত্ত।
কবি মানেই তো চির বিপ্লব
রক্ত চক্ষুর বিরুদ্ধে, শোষণ-শাসনের বিরুদ্ধে
কবি মানেই তো আইন ভঙ্গকারী
সম্মুখে দাঁড়ানো মানুষ- শেকল ছেঁড়ার যুদ্ধে।
কবি মানেই তো সবুজ ঘাসের বিছানা পেতে দেন
প্রাকৃতজনের পায়ের কাছে,
সময়ের উত্তাল স্রোত ডিঙিয়ে শান্ত নদীটা খুঁজে আনেন
তাঁর মতো দক্ষ নাবিক কে আর আছে?
কবি মানেই তো যাঁর বাঁশিতে বাজে
হ্যামিলিনের বাঁশির নতুন সুর
কবি তো বিশ্ব-বিধাতৃর
তাঁর পায়ের কাছে লুটায়ে পড়ে তাবৎ অসুর।
কবি মানেই তো তর্জনী উঁচিয়ে দেখানো দুরন্ত দুঃসাহস
পৃথিবীর সবচাইতে তেজদীপ্ত ঘোড়া
কবি মানেই তো ভাঙতে পারেন দেশ-মহাদেশ
ঈশ্বরের বুকে চিহ্ন এঁকেও পাখির মতো ওড়া।