আমি যে শহরে থাকি সেটা ভদ্রলোকের পাড়া  
সেই শহরে লোকেরা সব বেশ্যালয়ে যায়
আবার বারাঙ্গনা নাম শুনলে ছয় হাত ছি ছেটায়।

আমি যে শহরে থাকি সেটা ভদ্রলোকের পাড়া  
সেই শহরে লোকেরা সব সত্যি করে মিথ্যে কথা বলে
পরের কাঁধ বলদ করে হালুয়া সেজে চলে।

আমি যে শহরে থাকি সেটা ভদ্রলোকের পাড়া
সেই শহরে বুদ্ধিজীবী বিক্রি করেন তেল
জনগণের মাথায় চড়ে নেতায় ভাঙেন বেল।

আমি যে শহরে থাকি সেটা ভদ্রলোকের পাড়া
সেই শহরে সবাই শুধু নীতিকথা-প্রীতিকথা বলে
তলে তলে সবাই রাবণ, শুধু সঙ সেজে চলে।

আমি যে শহরে থাকি সেটা ভদ্রলোকের পাড়া
সেই শহরে কৃতদাশ কৃপার আশায় প্রভুর কাছে যায়
প্রভুরা সব কৃতদাশের রক্ত চুষে খায়।

আমি যে শহরে থাকি সেটা ভদ্রলোকের পাড়া
সেই শহরে মানুষ নামে মানুষেরা হিংসা করে চাষ
বিশুদ্ধতার স্লোগান তুলে, পরচর্চার সাথে করে সহবাস।

আমি যে শহরে থাকি সেটা ভদ্রলোকের পাড়া
সেই শহরে মন্ত্রীরা সব চোরের মহারাজা
বাঁশের আগায় রাখেন তারা জনগণের মাজা।