অভিমানী মন, কুয়াশায় ভেজা তুমি।
দরজার পাশে দুঃখরা অনাহুত।
বিস্মরণেই তাজা থাকে মনোভূমি।
সঞ্চালিকা, পথ আজ বিচ্যুত।
যতবার তুমি চলে যেতে বলো, প্রেমী -
তুমি হীন দিন, ভাবনা অরুন্তুদ।
রক্তে মাংসে ঘিরে ধরে আলসেমি।
সঞ্চারিকা, জেনো আমি অবধূত।
কবিতা কখনো ছুঁয়ে গেছে মরুভূমি।
সবুজের ডাকে সংকেত অদ্ভুত।
মেঘ কি জেনেছে এ বাতাস মৌসুমী ?
সম্ভাষিতা, তুমি অনন্ত সম্ভূত।
আবার হয়তো মায়াবিনী হবে তুমি।
হরিণীর মতো অরণ্য বিদ্যুৎ।
এক হাতে নিয়ে সময়ের ঝুমঝুমি -
সুপ্তোত্থিতা, তুমি বসন্ত দূত।
___________________
You will be an illusion
With a touchy heart, soaked in suspicion's dew,
Beside the door, sorrow's unwelcome view.
In forgetfulness, the mind remains new,
Hey Leader, today, the path is bidding adieu.
As many times you bid farewell, beloved mine,
The days become void, thoughts tormenting.
Sloth enveloped in blood and flesh's entwine,
Hey Nomad, perhaps I'm but a hermit.
Poetry has touched the desert's floor,
In green's call, a signal obscure.
Do clouds know this breeze's allure?
Hey honoured, you're born out of infinity.
Perhaps, you'll be an illusion again,
Like a doe amidst forest's thunder.
With one hand, embracing time's torrent,
Hey awakened, you're the spring's advent.